মেহেরপুর নিউজ,২৭ মার্চ: আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠেয় মেহেরপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে নতুন করে আরো ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ড (১, ২, ৩) দিল আফরোজ, ২নং (৪, ৫ ,৬) খাদিজা বেগম, সদস্য পদে ১ নং ওয়ার্ডে রাজিব হোসেন, ৩ নং ওয়ার্ডে ফয়েজ উদ্দিন, ৪ নং ওয়ার্ডে জিয়ারুল ইসলাম, ৫ নং ওয়ার্ডে আব্দুর রফিক, মনিরুল ইসলাম, ৬ নং ওয়ার্ডে সাঈদ মাহাবুবুর রহমান, ৮ নং ওয়ার্ডে রিংকু মাহামুদ ও তহিদুল ইসলাম বাবলু এবং ৯ নং ওয়ার্ডে রেহেনা খাতুন মনোনয়নপত্র দাখিল করেছেন। এরআগে গত ৬ অক্টোবর প্রথম দফায় মনোনয়ন পত্র জমা দেওয়া শেষ দিনে মেয়র পদে ৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন ।
এদের মধ্যে আ.লীগ প্রার্থী জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, বিএনপি প্রার্থী পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিশান সাবের মনোনয়ন পত্র দাখিল করেছেন (নিশান সাবের আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন না)।
এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ১৫ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৬৮ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এদের মধ্যে ১ নং ওয়ার্ডে মোয়াজ্জেম হোসেন, জাহাঙ্গীর আলম, ফজলুল হক, জিএফ মামুন লাকি, ২নং ওয়ার্ডে আবু ওবাইদুল্লাহ সেন্টু, ইমন বিশ্বাস, ইয়াসিন আলী শামীম, মিজানুর রহমান জনি, আব্দুস সালাম, জহির রায়হান, শফিকুল ইসলাম, আল মামুন ৩নং ওয়ার্ডে সৈয়দ আবু আব্দুল্লাহ বাপ্পী, মিয়ারুল ইসলাম, ফিরোজ, শরিফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সেলিম রেজা কল্লোল, নাসিরুল ইসলাম, ৪নং ওয়ার্ডে মাসুদ রানা, আব্দুস সালাম, আব্দুর রহিম, রিয়াজ উদ্দিন, শাকিল রাব্বি, আব্দুল হাদি, সিরাজুল ইসলাম, মহিবুল ইসলাম ৫ নং ওয়ার্ডে রাজু আহামেদ,জাফর ইকবাল, এসএম আবুল হাসনাত, চাঁদ আলী, মোস্তাক আহামেদ, খাইরুল বাশার, ৬ নং ওয়ার্ডে সৈয়দ মঞ্জুরুল হাসান, শাহিনুর রহমান, ইমতিয়াজ আহামেদ, মোঃ জাহিদ, ৭ নং ওয়ার্ডে নুরুল আশরাফ রাজিব, দুখু মিয়া, সেলিম খান, নাহিদ হাসান খান, ফিরোজুর রহমান, হাবিবুর রহমান, মনিরুল ইসলাম, ইলয়াস হোসেন, আফিফ খান, ৮ নং ওয়ার্ডে সৈয়দ মঞ্জুরুল কবীর রিপন, আব্দুস সাত্তার মুক্তা, মোস্তাফিজুর রহমান বাবুল, ফিরোজ আলী, মতিয়ার রহমান, আজমত হোসেন মিন্টু, রিন্টু রহমান এবং ৯ নং ওয়ার্ডে আব্দুল্লাহ বিন হাসেম, সোহেল রানা, নাজমুল হাসান, আজিজুর রহমান, হামিদুল ইসলাম, শামিমুল ইসলাম মনোনয়ন পত্র জমা দেন।
একই সাথে, সংরক্ষিত কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আলপনা খাতুন, নুরুন নাহার, সফুরা খাতুন, আনজুরা, নারগিস আক্তার, মনায়ারা খাতুন, ২ নং ওয়ার্ডে নাজমুন নাহার রিনা, শিউলি আক্তার, শাহানারা খাতুন, পলি খাতুন, কাঞ্চন মালা, ৩ নং ওয়ার্ডে হামিদা খাতু ও রোকসানা খাতুন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। প্রার্থীরা উৎসব মূখর পরিবেশে তাদের মনোনয়ন পত্র জমাদেন।