মেহেরপুর নিউজ:
আগামী ১৫ জুন মেহেরপুর পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়রসহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩ মেয়র প্রার্থী। মঙ্গলবার মেহেরপুর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বর্তমান মেয়র মাহফুজুর রহমান রিটন, সাবেক মেয়র মোতাছিম বিল্লাহ মতু ও মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ইতিমধ্যে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মেহেরপুর পৌরসভার বর্তমান মেয়র মাহফুজুর রহমান রিটন। উল্লেখ্য ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, আপিল দায়ের ২০, ২১ ও ২২ মে। আপিল নিষ্পত্তি ২৩, ২৪ ও ২৫ মে। এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোট গ্রহণ ১৫ জুন।