মেহেরপুর নিউজ,২৯ মার্চ:
শিক্ষাগত যোগ্যতার কলামে অসত্য তথ্য দেওয়া ও প্রস্তাবকারীর স্বাক্ষর জাতীয় পরিচয় পত্রের সাথে অমিল থাকায় মেহেরপুর পৌর নির্বাচন স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতুর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
বুধবার সকালে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে মনোনয়ন বাছাই শেষে মেয়র প্রার্থী মোতাচ্ছিম বিল্লাহ মতুর মনোনয়ন বাতিল ঘোষনা করেন রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো: রোকনুজ্জামান।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মো: রোকনুজ্জামান জানান, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতুর মনোনয়ন পত্রে উল্লেখ করেছেন স্বশিক্ষিত। কিন্তু নির্বাচন কমিশনের সার্ভাওে তাঁর শিক্ষাগত যোগ্যতা আছে মাধ্যমিক পাশ। এছাড়াও প্রার্থীর প্রস্তাবকারী বদরুদ্দোজার স্বাক্ষর জাতীয় পরিচয়পত্রের সাথে মনোনয়ন পত্রের স্বাক্ষর অমিল রয়েছে। যে কারণে বর্তমান মেয়র ও মেয়র প্রার্থী মোতাচ্ছিম বিল্লাহ মতু মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
মো: রোকনুজ্জামান আরো জানান, বর্তমান মেয়র প্রার্থীতা ফিরে পেতে জেলা প্রশাসকের কাছে আপিল করতে পারবেন।
এদিকে নির্বাচনে বাকি তিন মেয়র প্রার্থীর মধ্যে আ.লীগ প্রার্থী জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, বিএনপি প্রার্থী পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থী সাংস্কৃতিক কর্মী নিশান সাবেরের মনোনয়ন বৈধ ঘোষনা করেছেন রির্টানিং কর্মকর্তা।
প্রসঙ্গত, আগামী ২৫ এপ্রিল মেহেরপুর পৌর সভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সে মোতাবেক মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ৫ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ করা হবে ৬ এপ্রিল।