মেহেরপুর নিউজ:
আসন্ন মেহেরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মাহফুজুর রহমান রিটন ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করেছেন। শনিবার মেহেরপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে নৌকায় ভোট চান তিনি।
এসময় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মাহফুজুর রহমান রিটনসহ পথসভায় বক্তব্য রাখেন , জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান খোকন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খ ম ইমতিয়াজ বিন হারুন জুয়েল, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমুখ।
শনিবার সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত মাহফুজুর রহমান রিটন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ গনসংযোগে অংশ গ্রহণ করেন।