বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌর জামায়েত ইসলামির উদ্যোগে ইফতার মাহফিল

By Meherpur News

March 26, 2025

মেহেরপুর নিউজ:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মেহেরপুর পৌর জামায়েত ইসলামির উদ্যোগে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বুধবার বিকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পৌর জামায়েত ইসলামির আমির সোহেল রানা ডলারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়েত ইসলামির আমির মাওলানা তাজ উদ্দিন খান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি ইকবাল হোসেন, ডা.আব্দুস সালাম, সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল, ,আন নুর ফাউন্ডেশনের পরিচালক আল-আমিন। বক্তব্য রাখছেন জেলা জামায়েত ইসলামির নায়েবে আমির মাহবুবুল আলম। পরে সেখানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।