বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌর জামায়েত ইসলামির সেক্রেটারী মোঃ মনিরুজ্জামানের ইন্তেকাল

By মেহেরপুর নিউজ

February 09, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌর জামায়েত ইসলামির সেক্রেটারী মোঃ মনিরুজ্জামান ইন্তেকাল করেছেন। (ইন্না—– রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন। মেহেরপুর শহরের মারকাজ মসজিদ পাড়ার বাসিন্দা মনিরুজ্জামান এর স্ত্রী,৫ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রয়েছে।আজ রাত ৮:৪৫ মিনিটের সময় মেহেরপুর সরকারি কলেজ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে মেহেরপুর পৌর জামায়েত ইসলামীর সেক্রেটারি মনিরুজ্জামান এর মৃত্যুতে মেহেরপুর জেলা জামায়েত ইসলামির আমির মাওলানা তাজ উদ্দিন খান, সেক্রেটারী ইকবাল হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।