বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের চাম্পিয়ান দলকে সম্বর্ধনা

By মেহেরপুর নিউজ

January 03, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ৯ নং ওয়ার্ডের খেলোয়ারদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার রাতে শহরের স্টেডিয়াম পাড়ায় খেলোয়ারদের সংবর্ধনা দেওয়া হয়। ৯ নং ওয়ার্ডের অধিনায়ক সামিউল ইসলাম লিজনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত আফরোজ, সাবেক ছাত্রদল নেতা আহমেদ খান রাজিব, জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক, মোঃ খাদেমুল হক।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মীর জাহাঙ্গীর হোসেন,মেহেরপুর পৌর বিএনপির প্রচার সম্পাদক আব্দুস সাত্তার মুক্তা প্রমূখ। পরে চ্যাম্পিয়ন দলের সদস্যদের ফুলের শুভেচ্ছা এবং উপহার-সামগ্রী প্রদান করা হয়।