বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের প্রাইজমানি প্রদান

By মেহেরপুর নিউজ

December 17, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর পৌর বিএনপির উদ্যোগে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন এবং রানারআপ দলের মাঝে প্রাইজমানি তুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে স্থানীয় একটি হোটেলে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে প্রাইজমানি প্রদান করা হয়। চ্যাম্পিয়ন হিসেবে মেহেরপুর-৯ নং ওয়ার্ডকে নগদ ১ লক্ষ টাকা এবং রানারআপ ২ নং ওয়ার্ডকে ৫০ হাজার টাকা প্রাইজমানি তুলে দেওয়া হয়।

মেহেরপুর জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন এবং রানার দলের হাতে প্রাইসমানি তুলে দেন। এ সময় বক্তব্য রাখেন মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক আনোয়ারুল হক কালু, ৯ নং ওয়ার্ড কমিটির অধিনায়ক লিজন, ২ নং ওয়ার্ড কমিটির অধিনায়ক অনু। প্রাইসমানি বিতরণ অনুষ্ঠানে মধ্যে টুর্নামেন্ট কমিটির সদস্য রিনু, সুরুজ বাবু, লিজন, আব্দুল্লাহ আল মামুন,মোনায়েম, মেহেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মীর জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।