বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

By মেহেরপুর নিউজ

December 15, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, রানারআপ, ম্যান অব দা ম্যাচ এবং ম্যান অব দা টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়েছে।

রবিবার বিকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ৯নং ওয়ার্ড,রানারআপ ২ নং ওয়ার্ড, ম্যান অব দ্যা ম্যাচ রাসেদ এবং ম্যান অব দা টুর্নামেন্ট অনুর হাতে পুরস্কার তুলে দেন।

মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে টুর্নামেন্ট কমিটির সদস্য রিনু, সুরুজ বাবু,মামুন, লিজন, মোনায়েম উপস্থিত ছিলেন।