বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে ২ নং ওয়ার্ড ফাইনালে

By মেহেরপুর নিউজ

December 14, 2024

মেহেরপুর নিউজঃ

মাঠে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে ১০ দিন পর শুরু হওয়া পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে ২ নং ওয়ার্ড ২য় দল হিসাবে ফাইনাল উঠেছে।

শনিবার দুপুরে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় ২ নম্বর ওয়ার্ড ২৫ রানে ৩ নম্বর ওয়ার্ড কে পরাজিত করে।মেহেরপুর পৌর বি এন পির উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় গত ৪ ডিসেম্বর টস জিতে ২ নম্বর ওয়ার্ড ব্যাট করতে নামে।

১০ম ওভারের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ১০৫ রান তোলে২ নম্বর ওয়ার্ড। এ সময় প্রতিপক্ষ ৩ নম্বর ওয়ার্ডের অধিনায়ক পল্লব আহত হলে তাকে মাঠের মধ্যে সেবা দিচ্ছিল। দুই নম্বর ওয়ার্ডের খেলোয়াড় ও কর্মকর্তারা এতে আপত্তি তোলেন। এর পরের ওভারে আবারো মাঠের মধ্যে তাকে সেবা দেওয়ার সময় দুই নম্বর ওয়ার্ডের কিছু কর্মকর্তা ও খেলোয়াড় মাঠে প্রবেশ করে মাঠের মধ্যে সেবা দেওয়ার প্রতিবাদ জানাই। এ সময় বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। ওই সময় টুর্নামেন্ট কমিটির সদস্যদের সাথে দুই নম্বর ওয়ার্ডের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে বাক-বিতোন্ডা শুরু হয়।এরপর পরপরই ৩ নম্বর ওয়ার্ডের খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে যাই।

পরে কর্তৃপক্ষ বসে বিষয়টি মীমাংসা করার পর শনিবার পুনরায় খেলা শুরু করা হয়। আগের দিনে ১০ ওভার শেষে ১০৫ রানে ব্যাট করা দুই নম্বর ওয়ার্ড সেখান থেকে খেলা শুরু করে। শনিবার শেষ ওভার সহ ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৮ নম্বর রান সংগ্রহ করে। দলের পক্ষে অনু ৭৬, সোহাগ ৪৯ এবং নাদিম ৫ বলে ২২ রান করেন। ১৯৯ রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ৩ নম্বর ওয়ার্ড ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে পল্লব ৭৬ রান এবং সজীব ৪৩ রান করেন। ২ নম্বর ওয়ার্ডের সোহাগ, রণজয় এবং দেবা একটি করে লাভ করেন।

খেলায় সোহাগ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেওয়া হয়। মেহেরপুর সজীব স্পোর্টস এবং ইচ্ছের উদ্যোগে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেওয়া হয়। জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস জেলা যুবদলের সভাপতি জাহিদ জাহিদ, টুর্নামেন্ট কমিটির সদস্য রিনু, সুরুজ বাবু,মামুন, লিজন উপস্থিত থেকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। খেলা পরিচালনা করেন সোহেল এবং শাহীন ।