মেহেরপুর নিউজ:
মাঠে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে মাঝপথে দ্বিতীয় সেমিফাইনাল খেলা স্থগিত করা হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলা চলাকালীন সময়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় টস জিতে ২ নম্বর ওয়ার্ড ব্যাট করতে নামে। ১০ম ওভারের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ১০৫ রান তোলে ২ নম্বর ওয়ার্ড। এ সময় প্রতিপক্ষ ৩ নম্বর ওয়ার্ডের অধিনায়ক পল্লব আহত হলে তাকে মাঠের মধ্যে সেবা দিচ্ছিল। দুই নম্বর ওয়ার্ডের খেলোয়া ও কর্মকর্তারা এতে আপত্তি তোলেন। এর পরের ওভারে আবারো মাঠের মধ্যে তাকে সেবা দেওয়ার সময় দুই নম্বর ওয়ার্ডের কিছু কর্মকর্তা ও খেলোয়াড় মাঠে প্রবেশ করে মাঠের মধ্যে সেবা দেওয়ার প্রতিবাদ জানাই।
এ সময় বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। ওই সময় টুর্নামেন্ট কমিটির সদস্যদের সাথে দুই নম্বর ওয়ার্ডের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে বাক-বিতোন্ডা শুরু হয়।এরপর পরপরই ৩ নম্বর ওয়ার্ডের খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে যাই। পরে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন মাঠে এসে বিষয়টি অবহিত হন। এবং আলোচনা সাপেক্ষে খেলার তারিখ নির্ধারণ করার কথা জানেন।