বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে ২নং ওয়ার্ড সেমিফাইনালে

By মেহেরপুর নিউজ

November 30, 2024

মেহেরপুর নিউজ:

সর্বোচ্চ এবং ব্যক্তিগত রানের রেকর্ড গড়ে, রেকর্ড পরিমান রানের ব্যবধানে জয়ী হয়ে তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে নিশ্চিত করেছে ২ নম্বর ওয়ার্ড। রানরেটে এগিয়ে থেকে চতুর্থ দল হিসাবে সেমিফাইনালে উঠেছে ৮ নম্বর ওয়ার্ড। মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে ৩টি রেকর্ড গড়ে ৩য় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ২নং ওয়ার্ড।

শনিবার দুপুরে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের শেষ খেলায় ২ নম্বর ওয়ার্ড ১৮০ রানের পাহাড় সমান ব্যবধানে ১ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে। নিজেদের প্রথম খেলায় জয়লাভ করা ১ নম্বর ওয়ার্ড এবং ২ নম্বর ওয়ার্ডের মধ্যেকার বিজয়ী দল সেমিফাইনালে খেলবে এমন পরিসংখ্যান এর উপর ভর করে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২ নম্বর ওয়ার্ড অনু এবং সোহাগের ব্যাটিং নৈপুণ্যে নির্ধারিত ১৫ ওভারে ২৪০ রানের পাহাড় গড়ে তোলে।

২নং ওয়ার্ডের উদ্বোধনী জুটি অনু এবং সোহাগ দ্রুত দলীয় অর্ধশতক এবং শতকে রেকর্ড করেন। দলের পক্ষে অনু ২৬ বলে ৯৭ রান করে আউট হয়ে যান। সোহাগ ৫৭ রান করেন। ১ নম্বর ওয়ার্ডের ৮ জন বলার বল করেও ব্যাটসম্যানদের রান নেওয়া থেকে বিরত রাখতে পারেননি। পাহাড় সমান রান অতিক্রম করে জয়ের জন্য ব্যাট করতে নেমে ১ নম্বর ওয়ার্ড ২ নং ওয়ার্ডের ডেইজি ও নাদিমের বিধ্বংসী বোলিং মুখে ১০.১ ওভারে মাত্র ৬১ রান করে সবাই আউট হয়ে যায়।

দলের পক্ষে উদয় সর্বোচ্চ ২৩ রান করেন। ১ নম্বর ওয়ার্ডের ডেইজি ৪ উইকেট এবং নাদিম ২ উইকেট লাভ করেন। এ জয়ের ফলে এক নম্বর ওয়ার্ড তৃতীয় দল হিসেবে সরাসরি সেমিফাইনালে উঠে যায়।

অপরদিকে রানরেটে এগিয়ে থাকাই ৮ নম্বর ওয়ার্ড চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। আগামী ২ ডিসেম্বর প্রথম সেমিফাইনালে ৮ নম্বর ওয়ার্ড ৯ নম্বর ওয়ার্ড। এবং ৪ ডিসেম্বর ২নম্বর ওয়ার্ড এবং ৪ নম্বর ওয়ার্ড দ্বিতীয় সেমিফাইনালে একে অপরের বিরুদ্ধে লড়বে। খেলায় অনু ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেওয়া হয়। মেহেরপুর সজীব স্পোর্টস এবং ইচ্ছের উদ্যোগে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেওয়া হয়।

মেহেরপুর পৌর বিএনপি সাধারণ সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, টুর্নামেন্ট কমিটির সদস্য মামুন, আহমেদ রাজিব খান,রেনু, সুরুজ বাবু, রাকিব, লিজন উপস্থিত থেকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। খেলা পরিচালনা করেন নিটু এবং শাহীন ।