মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে ২টি রেকর্ড গড়ে ২য় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ৩ নং ওয়ার্ড। শুক্রবার দুপুরে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় ৩ নম্বর ওয়ার্ড ৮ উইকেটে ৭ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে।
নিজেদের প্রথম খেলায় জয়লাভ করা ৩ নম্বর ওয়ার্ড এবং ৭ নম্বর ওয়ার্ডের মধ্যেকার বিজয়ী দল সেমিফাইনালে খেলবে এমন পরিসংখ্যান এর উপর ভর করে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭ নম্বর, ওয়ার্ড ৩নং ওয়ার্ডের সাফিন এবং তাসিমের বিধ্বংসী বোলিং মুখে নির্ধারিত ১৫ ওভারের ৫ বল বাকি থাকতে ৭ নম্বর ওয়ার্ড ১০৮ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে রাজ ৩২ রান করেন।
৩ নম্বর ওয়ার্ডের সাফিন ৩ ওভার বল করে ৫ রান খরচ করে ৪ টি উইকেট দখল করে প্রতিপক্ষের ব্যাটিং লাইনে ধ্বস নামানোর পাশাপাশি চলতি টুর্নামেন্টের নতুন রেকর্ড করেন। একই দলের তাসিম ৩ ওভার বল করেছে ৩টি উইকেট দখল করেন।জবাবে খেলতে নেমে ৩ নম্বর ওয়ার্ড ১০ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের পাশাপাশি দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেন।
দলের উদ্বোধনী জুটি রাব্বি এবং আরিফ ৮৯ রানের পার্টনারশিপ গড়ে চলতি টুর্নামেন্টের উদ্বোধনী জুটিতে রেকর্ড করেন। দলের রাব্বি ৪২ এবং আরিফ ৪০ রান করেন । ৭নং ওয়ার্ডের শিবলি এবং মিলন ১টি করে উইকেট ভাগ করে নেন। বিজয়ী দলের সাফিন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেওয়া হয়।
মেহেরপুর সজীব স্পোর্টস এবং ইচ্ছের উদ্যোগে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেওয়া হয়। টুর্নামেন্ট কমিটির সদস্য মামুন, আহমেদ রাজিব খান,রেনু, সুরুজ বাবু, রাকিব, লিজন উপস্থিত থেকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। খেলা পরিচালনা করেন জনি এবং শাহীন ।এর আগে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু খেলার উদ্বোধন করেন।