অন্যান্য

মেহেরপুর পৌর কলেজে বসন্ত উৎসব

By মেহেরপুর নিউজ

February 20, 2019

মেহেরপুর নিউজ, ২০ ফেব্রুয়ারি: মেহেরপুর পৌর কলেজে বসন্ত উৎসব পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার মেহেরপুর পৌর কলেজের বটতলায় খন্দকার মুইজ এর আর্থিক সহযোগীতায় শিক্ষার্থীরা এ অনুষ্ঠানের আয়েঅজন করে। অনুষ্ঠানে ইভেন্ট পার্টনার  ছিল ইভেন্ট টুডে এন্ড ক্যাটারিং কনসালট্যান্ট। কলেজের অধ্যক্ষ একরামুল আযীম এ উৎসবের উদ্বোধন করেন। এসময় সহকারি অধ্যাপক মাজহারুল ইসলাম, মাসুদ রেজা, মেহেরপুর সরকারি কলেজ শাথা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ বক্তব্য দেন। উৎসবে শিক্ষার্থী একে অপরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বসন্ত উৎসব মাতিয়ে তোলে। পরে খন্দকার মুইজ এন্ড ব্রাদ্রার্স ব্যান্ড দলের সদস্য সঙ্গীত পরিবেশন করেন।