মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ মে:
মেহেরপুর শহরে কলেজ মোড়ে অবস্থিত পৌর কবর স্থানের সামনে পানির ট্রাংকিতে ৪ মাস যাবৎ পানি সরবাহ বন্ধ এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন কবর স্থানে আশা সাধারন মুসল্লিরা ।
সরজমিনে গিয়ে দেখা গেছে, পৌর কবর স্থানের সামনে একটি ওজু ও হাত ধোয়ার জন্য পানির ট্রাংক আছে কিন্তু ৪ মাস যাবৎ ট্রাংকিতে পানি নেই ।
মুসল্লিরা কবর স্থানে মানুষ মাটি দিতে এসে পানি না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন। অনেকে জানান,পৌর কবর স্থানে মুসলিদের সুবিধার্থে মেহেরপুর পৌর সভার উদ্দোগে এক টি পানির ট্রাংকি স্থাপন করা হয় মুসল্লিরা মানুষ মাটি দেওয়ার পর এখানে ওজু করা সহ হাত মুখ ধোবে। গত ৪ মাস যাবৎ এই পানির ট্রাংকিতে কোন প্রকার পানি নেই মুসল্লিরা কবর স্থানে এসে ওজু সহ হাত মুখ ধুতে না পেরে পৌরসভা কে মুসল্লিরা দায়ি করছে।
৪ মাস যাবৎ এখানে পানি নেই এব্যাপারে পৌর কর্তিপক্ষের কোন গুরুত নেই বলে মনে করছে ভুক্তভোগী সাধারন মুসল্লিরা।
এ বিষয়ে মেহেরপুর পৌর সভার প্যানেল মেয়র রিযজতুল্লার সাথে কথা বললে তিনি জানান, পৌর কবর স্থানের ট্রাংকিতে পানি নেই এ বিষয় টি আমি শুনেছি আমি এর প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবো।