মেহেরপুর নিউজঃ
হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে দ্বিতীয় জানাজা শেষে মেহেরপুর পৌরসভার কবরস্থানে চিরসাহিত হলেন মেহেরপুর জেলা জামায়েত ইসলামীর সাবেক আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছমির উদ্দিন।
মঙ্গলবার রাতে মেহেরপুর সরকারি কলেজ মাঠে বৃহৎ ২য় জানাজা শেষে মেহেরপুর পৌর কবরস্থানে দাফন করা হয়। জানাযার প্রাক্কালে সেখানে বক্তব্য রাখেন মেহেরপুরে-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবির,কেন্দ্রীয় জামায়েত ইসলামীর নেতা আজিজুর রহমান, মেহেরপুর জেলা জামায়েত ইসলামীর আমীর মাওলানা তাজ উদ্দিন খান, চুয়াডাঙ্গা জেলা জামায়েত ইসলামীর আমীর অ্যাডভোকেট রুহুল আমিন,জেলা হাজী সমিতির সভাপতি আক্কাস আলী,মেহেরপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুল কাদের, কুষ্টিয়া জেলা জামায়েত ইসলামীর আমীর আবুল হাশেম, ঝিনাইদহ জেলা আমীর আলী আজগর মো বক্কর, মরহুমের পুত্র তৌফিকুল ইসলাম, মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর খান ছাতু, মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র মুতাসিম বিল্লাহ মুতু, জামায়েত নেতা রুহুল আমিন, মেহেরপুর জেলা সেক্রেটারি ইকবাল হোসেন প্রমুখ।
জানাযায় মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনেদা, কুষ্টিয়াসহ বিভিন্ন জেলার জামায়েত নেতা কর্মীসহ সর্বশ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এর আগে বিকেলে মরহুম ছহি উদ্দিনের নিজ গ্রাম টুঙ্গী গোপালপুরে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।