বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড বিএনপি কর্মী সম্মেলন

By Meherpur News

April 26, 2025

মেহেরপুর নিউজ:

কয়েক দফা উত্তেজনার মধ্যে দিয়ে মেহেরপুর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড বিএনপি কর্মী সম্মেলন শেষে কমিটি ঘোষণা করা হয়েছে।

মেহেরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে শনিবার বিকালে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজ প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান হাফির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কামরুল হাসান।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফয়েজ মোহাম্মদ, সদস্য আলমগীর খান ছাতু,এম এ কে খায়রুল বাশার, রেজাউল করিম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজমল হোসেন মিন্টু, জাসাসের সাধারণ সম্পাদক বাঁকা বিল্লা, আব্দুস সাত্তার মুক্তা, মামুনুর রহমান প্রমূখ। পরে সাইফুল ইসলামকে সভাপতি মীর সামুয়েল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ৮ নম্বর ওয়ার্ড বিএনপি’র কমিটি ঘোষণা করা হয়।

এদিকে সম্মেলন চলাকালীন দফায় দফায় উত্তেজনা দেখা দেয়। বক্তারা মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন সম্পর্কে কথা বলায় উত্তেজনা শুরু হয়। শেষ পর্যন্ত উত্তেজনার মধ্যেই এই কমিটির ঘোষণা করা হয়। অনুষ্ঠানের সভাপতি হাফিজুর রহমান হাফি ৮ নম্বর ওয়ার্ড কমিটি ঘোষণা করেন। পরে নবগঠিত সভাপতি সম্পাদকসহ অন্যদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়।