মেহেরপুর নিউজ,১৭ মার্চ: মেহেরপুর পৌর ইমাম সমিতির উদ্যোগে সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে মেহেরপুর কোর্ট জামে মসজিদে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মাওলানা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হান্নান, রোকনুজ্জামান, সিরাজ উদ্দিন প্রমুখ। পরে রোকনুজ্জামানকে সভাপতি ও্ শাহজালালকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট পৌর ইমাম সমিতি গঠন করা হয়। সমিতির অন্যান্য সদস্যরা হলো সহসভাপতি হেকমত আলী, আব্দুল হান্নান, যুগ্ম সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক ইয়ারুল ইসলাম, প্রচার সম্পাদক ইদ্রিস আলী, দুপ্কতর সম্পাদক জামাল উদ্দিন, অর্থ সম্পাদক সিরাজ উদ্দিন, শিক্ষা সামসুর রহমান,সমাজ কল্যান আহাম্মদ উল্লাহ, সদস্য আব্দুর রশিদ, শহিদুল ইসলাম,মেসবাউল, সাইফুল ও ওয়াহেদ। এছাড়া আনছার উদ্দিন বেলালী, সিদ্দিকুর রহমান, আবুল কালাম কাসেমী ও মাহবুবুর রগমানকে উপদেষ্টা করা হয়।