নির্বাচন

মেহেরপুর পৌরসভা নির্বাচনে জামানত হারিয়েছেন যারা

By মেহেরপুর নিউজ

June 17, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌরসভার নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬ জন এবং কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

গত ১৫ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে এসকল প্রার্থীরা নির্বাচনে লড়েছিলেন। নিয়ম অনুযায়ী কাস্টিং ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

সে অনুযায়ী মেহেরপুর পৌরসভা সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে ইতি বেগম, ২ নম্বর ওয়ার্ডে ফিরোজা, মোমেনা, বিলকিস ও খাদিজা খাতুন। ৩ নম্বর ওয়ার্ডের সীমা চৌধুরীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। এদিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মোঃ রাশিদুজ্জামান ও সাবেক কমিশনার মোয়াজ্জেম হোসেন।২ নম্বর ওয়ার্ডের সঞ্জয় কুমার, তপন কুমার, শফিকুল ইসলাম ৪ নং নুরুল ইসলাম। ৫ নং ওয়ার্ডের শরিফুল ইসলাম। ৬ নম্বর ওয়ার্ডে শামীম রেজা।

৭ নম্বর ওয়ার্ডে তরিকুল ইসলাম, সাবেক কমিশনার মনিরুল ইসলাম।৮ নং ওয়ার্ডের খন্দকার শফিউল কবীর, একেএম শাকিল, সাখাওয়াত হোসেন, মতিয়ার রহমান ও নাজমুল হাসান। এবং ৯ নং ওয়ার্ডে মোহাম্মদ বিন হাশেমের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।