নির্বাচন

মেহেরপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামী প্রার্থীর কর্মীসভা

By মেহেরপুর নিউজ

June 03, 2022

মেহেরপুর নিউজ :

মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আসন্ন মেহেরপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান রিটনের বিজয় নিশ্চিতকরণের লক্ষ্যে কর্মীসভার আয়োজন করা হয়।

শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আরিফুল এনাম বকুলের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মাহফুজুর রহমান রিটন, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, কেন্দ্রীয় সদস্য তৌহিদুর রহমান, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি, উপজেলা সভাপতি সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ওয়াসিম আলী প্রমূখ।