মেহেরপুর নিউজঃ
মেহেরপুর পৌরসভা কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনের খলিলুর রহমান সভাপতি এবং সানোয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার ১০ টা থেকে বিকেল চারটা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের খলিলুর রহমান (সাইকেল) প্রতীক নিয়ে ৪৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন, তার নিকটতম প্রার্থী সেলিম খান (দোয়াত কলম) এবং এসকেন আলী (ছাতা) প্রতিকে দুজনে ১৬ করে ভোট পান।
সাধারণ সম্পাদক পদে সানোয়ার হোসেন (ফুটবল) প্রতীক নিয়ে ৬১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন, তার নিকটতম প্রার্থী জাহাঙ্গীর হোসেন (চেয়ার) প্রতিক নিয়ে ১৮ ভোট পান।
নির্বাচনের সহ-সভাপতি পদে লাভলী মন্ডল (দেয়াল ঘড়ি)প্রতিকে ৫০ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রার্থী আরজিয়া খাতুন (কলস) প্রতীকে ২৫ ভোট পান।
সহ-সম্পাদক পদে কামরুন নাহার (আম) প্রতীক নিয়ে ৫০ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রার্থী ওয়াহেদুল ইসলাম (বাস) প্রতিক নিয়ে ২৯ ভোট পান।
কোষাধক্ষ পদে মেহেদী আল মামুন (চাকা) প্রতীকে ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রার্থী হীরক খান (ঘোড়া) প্রতীকে ৩২ ভোট পান।
সাংগঠনিক সম্পাদক পদে সাইদ হোসেন মোরগ (প্রতীক) ৪৫ ভোটে নির্বাচিত হন, তার নিকটতম প্রার্থী সুজন শেখ (হারিকেন) প্রতিকে ৩৩ ভোট পান। প্রচার সম্পাদক পদে সাজেদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা করেন উপ-সহকারী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল।