মেহেরপুর নিউজ:
আসন্ন মেহেরপুর পৌরসভা নির্বাচনে ৩৪ হাজার ৭৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১৬ হাজার ৭৬৯ জন এবং মহিলা ভোটার রয়েছে ১৮ হাজার ১৫ জন।
মেহেরপুর পৌর সভায় পুরুষ ভোটার চেয়ে ১ হাজার ২৪৬ জন মহিলা ভোটার বেশি। মোট ভোটারের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে রয়েছে ৫ হাজার ২৯ জন, ২ নাম্বার ওয়ার্ডে ৩ হাজার ৫৩৩ জন, ৩ নং ওয়ার্ডে ২হাজার ৯৬৬ জন, ৪ নং ওয়ার্ডে ৫ হাজার ১২৫ জন, ৫ নং ওয়ার্ডে ৩ হাজার ৪০১ জন, ৬ নং ওয়ার্ডে ১হাজার ৬৮২ জন, ৭ নং ওয়ার্ডে ৫ হাজার ১১২ জন, ৮ নং ওয়ার্ডে ৩ হাজার ৫২ এবং ৯ নং ওয়ার্ডে ৩ হাজার ৭০২ জন ভোটার রয়েছে। মেহেরপুর পৌরসভা মোট ২০ টি কেন্দ্রে ১২২ টি কক্ষে ভোট গ্রহণ চলবে।