মেহেরপুর নিউজ, ২৮ মে: সড়ক নির্মাণ,অবকাঠামো উন্নয়ন খাতকে অধিক গুরত্ব দিয়ে মেহেরপুর পৌর সভার ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৬৩ কোটি ৮১ লাখ টাকার বাজেট পেশ করা হয়েছে।
সোমবার বিকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে উন্মুক্ত বাজেট আলোচনা সভায় এ বাজেট পেশ করে পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ।
মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, সহসভাপতি আব্দুল হালিম, ভাষা সংগ্রামি ইসমাইল হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরদার, মেহেরপুর পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযীম,শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, টিএলসিসি কমিটির সভাপতি নুরুল আহমেদ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল মামুন।
সংগঠক নিশান সাবেরের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন স্বাগত দেন এবং বর্তমান পরিষদের প্রথম বাজেট অনুষ্ঠানের উদ্বোধন করেন। উন্মুক্ত আলোচনায় পৌর নাগরিকদের মধ্যে বক্তব্য দেন আতাউর রহমান, ওয়াজেদুল হক জেদু, আবুল কাশেম, নুর হোসেন আঙ্গুর, হাফিজুর রহমান, জাকির হোসেন, চায়না খাতুন, রেহেনা ইসলাম প্রমুখ।
উন্মুক্ত বাজেট আলোচনা অনুষ্ঠানে সাংবাদিক,ব্যবসায়ী, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণীপেশার নাগরিক অংশগ্রহণ করেন। বাজেট আলোচনা শেষে পৌর নাগরিকদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করা হয়।