বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌরসভার বিশেষ পরিস্কার পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযানের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

January 04, 2025

মেহেরপুর নিউজ:

তারুণ্যের উৎসব উপলক্ষে মেহেরপুর পৌরসভার উদ্যোগে বিশেষ পরিস্কার পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালের দিকে মেহেরপুর শহরের শহীদ আব্দুল হামিদ সড়কে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করা হয়।

মেহেরপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম বিশেষ পরিস্কার পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযানের উদ্বোধন করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন বস্তুি উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম, শফিউদ্দিন প্রমুখ। পরে সেখান থেকে রাস্তার দুপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করা সহ মশক নিধনের জন্য ফকার মেশিনের সাহায্যে স্প্রে করণ করা হয়। মেহেরপুর পৌরসভার প্রায় অর্ধশতক পরিচ্ছন্ন কর্মী বিশেষ পরিস্কার পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযানে অংশগ্রহণ করেন।