মেহেরপুর নিউজ, ১৪ জুন: ঈদের ছুটি উপলক্ষে ব্যাংকিং লেনদেনের শেষ দিনে কোন কারন ছাড়া ঘন্টা ব্যাপী লেনদেন বন্ধ ছিল পূবালী ব্যাংক’ মেহেরপুর শাখায়। ফলে ঘন্টাব্যাপী গ্রাহকরা হয়রানির শিকার হয়। তবে গ্রাহকদের এই অভিযোগ অ¯^ীকার করেছে শখা ব্যবস্থাপক। গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে ব্যাংকে গিয়ে দেখা যায়, গ্রাহকরা লাইনে দাড়িয়ে আছে কিন্তু কাউন্টারে কোন কর্মকর্তা নেই। এ বিষয়ে গ্রহকরা শাখা ব্যবস্থাপককে মৌখিক ভাবে অভিযোগ করলেও কোন ফল মেলেনি বলে গ্রাহকদের অভিযোগ। পরে দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে থেকে লেন দেন শুরু হয়। ব্যাংকে টাকা জমা দিতে আসা আজাদুর রহমান বলেন, দুপুর ১২ টা থেকে লাইনে দাড়িয়ে আছি । টাকা জমা নিতে নিতে হঠাৎ ১২টা ১০ থেকে কোন ঘোষনা ছাড়া টাকা জমা নেওয়া বন্ধ করে দিয়েছে। এখন ১টা বাজে লাইনে দাড়িয়ে আছি টাকা জমা নেওয়া বন্ধ আছে। ব্যাংকের শাখার দায়িত্বরত প্রিন্সিপাল অফিসার আশাবুল হক বলেন, ব্যাংকের লেন দেন স্বাভাবিক চলছে। কোন লে লেনদেন বন্ধ হয়নি। তবে গ্রাহকদের অভিযোগের প্রমান তার সামনে হাজির করা হলে তিনি চুপ করে থাকেন।