বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পূবালী ব্যাংকের ইসলামিক কর্নার উদ্বোধন

By মেহেরপুর নিউজ

December 03, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর পূবালী ব্যাংকের ইসলামিক কর্নার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে পূবালী ব্যাংকে ইসলামিক কর্নার উদ্বোধন করা হয়।

পূবালী ব্যাংকের ব্যবস্হাপক ইমরুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক খুলনা অঞ্চল প্রধান শামসুদ্দোহা।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জহিরুল লিমিটেডের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম, মার্সেল মক্কা ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী আলিমুজ্জামান রিমন, মেহেরপুর জেলা শিল্প ও বনিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, এসআর টেলিকমের স্বত্বাধিকারী সাইদুর রহমান শাহিন, মাওলানা হাসানুজ্জামান, মাওলানা হাসানুল ইসলাম প্রমুখ।

পরে সেখানে দোয়া করা হয়।এর আগে ফিতা কেটে পূবালী ব্যাংকের ইসলামিক কর্নারের উদ্বোধন করা হয়।