বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পুলিশ সুপার কাপ আন্তঃ ইউনিট ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ উদ্বোধন

By মেহেরপুর নিউজ

December 19, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স ব্যাডমিন্টন গ্রাউন্ডে পুলিশ সুপার কাপ আন্তঃ ইউনিট ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। রাতে পুলিশ সুপার কাপ আন্তঃ ইউনিট ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

পুলিশ সুপার মাকসুদা আকতার খানম, পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার কাপ আন্তঃ ইউনিট ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ জামিনুর রহমান খান এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম , মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী,টিআই ইসমাইল হোসেন, আরআই রেজাউল হক, ডিবি’র ওসি মেজবাহর রহমান প্রমুখ । ব্যাডমিন্টন টুর্নামেন্টে সকল থানা,ক্যাম্প,ফাঁড়ি, ডিবি, ডিএসবি, পুলিশ অফিস, পুলিশ লাইন্স এবং সার্কেল অফিসসহ মোট ১৮ টি দল অংশগ্রহণ করছে