মেহেরপুর নিউজঃ
মেহেরপুর কোর্ট পুলিশ পরিদর্শক মানুষ রঞ্জন এবং ডিবির ইন্সপেক্টর বাদল গোমস্তা অন্যত্র বদলি হওয়ায় তাদেরকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। পুলিশ সুপার মাকসুদা আক্তার খানমের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায় দুই পুলিশ কর্মকর্তাকে সম্মাননা ক্রেস প্রদান করা হয়। মেহেরপুর পুলিশ সুপার মাকসুদা আকতার খানম, পিপিএম বিদায় ২ কর্মকর্তার হাতে কেস তুলে দেন।