মেহেরপুর নিউজ ২৪ ডট কম(১৬ জুন) নিউজ ডেস্ক ঃ
মেহেরপুর পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ২৭ জন আসামী আটক হয়েছে ।অপরদিকে বিডিআর উদ্ধার করেছে ৪ বোতল ফেন্সিডিল । পুলিশ জানায়,আজ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জিআর মামলার ৯ জন সিআর মামলার ১৮ জন আটক করে । অপরদিকে সদর উপজেলার ইছাখালি সীমান্ত ফাড়ির বিডিআর পরিত্যক্ত অবস্থায় ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ।