বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সম্মিলিত কার্যক্রম অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 21, 2025

 মেহেরপুর নিউজ:

মেহেরপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) উদ্যোগে লা ভোগ রেস্টুরেন্টে সম্মিলিত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়। “সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে সভায় রাজনৈতিক, ধর্মীয়, এবং নৃগোষ্ঠীগত সম্প্রীতি জোরদারের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

খুলনা অঞ্চলের এরিয়া সমন্বয়কারী এস.এম. রাজু জবেদ সভায় মূল বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করেন। সভায় সভাপতিত্ব করেন পিস অ্যাম্বাসেডর জনাব সাইদাতুন্নেছা নয়ন।

সঞ্চালনায় ছিলেন ফিল্ড কোঅর্ডিনেটর মো: আশরাফুজ্জামান। এছাড়া সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুস সাত্তার মুক্তা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, সাবেক কাউন্সিলর রোকসানা কামাল রনু, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মো: সিরাজ উদ্দীন, সনাতন ধর্মীয় প্রতিনিধি সঞ্জিত পাল বাপ্পি, সাংবাদিক মীর মাহলায়েল আলী শিশির, এস.এম. মেহেরাব হোসেন এবং সমাজকর্মী খন্দকার সামসুজ্জোহা সোহাগসহ রাজনৈতিক দলের প্রতিনিধি, ধর্মীয় নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

পরবর্তী ত্রৈমাসিক (জানুয়ারি-মার্চ ২০২৫) পরিকল্পনায় উল্লেখ করা হয়, সম্প্রীতির আলোচনাসভা, মানববন্ধন, আন্ত:ধর্মীয় সংলাপ, নৃগোষ্ঠি সম্প্রদায়ের অধিকার নিয়ে পিস ইভেন্ট আয়োজনের মাধ্যমে “সম্প্রীতির মেহেরপুর” গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে। উক্ত সভায় উপস্থিত অংশগ্রহণকারীরা এই উদ্যোগগুলোকে সফল করার জন্য সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।