অন্যান্য

মেহেরপুর পাবলিক লাইব্রেরীর লাইব্রেরীয়ানের পদত্যাগ!

By মেহেরপুর নিউজ

January 12, 2015

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ জানুয়ারি: মেহেরপুর পাবলিক লাইব্রেরীতে দীর্ঘ ৩৪ বছর দায়িত্ব পালন করে অবশেষে পদত্যাগ করলেন লাইব্রেরীয়ান মীর রওশন আলী মনা। বয়সজনিত ও স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে ১১ জানুয়ারি তিনে মেহেরপুর পাবলিক লাইব্রেরীর সভাপতি ও জেলা প্রশাসক মাহমুদ হোসেনের কাছে পদত্যাগ পত্র জমা দেন। এব্যাপারে  লাইব্রেরীয়ান মীর রওশন আলীর মনার সাথে কথা বলার চেষ্টা করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ করনেনি। তবে. মেহেরপুর পাবলিক লাইব্রেরীর সাধারন সম্পাদক আবদুলল্লাহ আল মামুন অনল মেহেরপুর নিউজকে জানান, পারিপাশ্বিক কোনো চাপে নয়। লাইব্রেরীর মীর রওশন আলীর মনার চাকুরীর বয়স শেষ হয়ে গেছে। গত নির্বাহী কমিটির সভায় তার বয়স শেষ হয়ে যাওযায় তাকে চাকুরী থেকে অব্যহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। তার আগেই তিনি নিজ থেকে পদত্যাগ করেছেনবলে তিনি জানান।