মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ সেপ্টেম্বর:
মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৫নং এলাকা পরিচালক পদের নির্বাচনী ভোট কেন্দ্র স্থানান্তরের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ওই এলাকার গ্রাহক ভোটাররা। মঙ্গলবার বিকেলে মেহেরপুর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাহেবপুর গ্রামের বাসিন্দা ও পলী বিদ্যুতের গ্রাহক ভোটার মিনারুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন,সদর উপজেলার আমদহ, মহাজনপুর ও পিরোজপুর ইউনিয়ন নিয়ে গঠিত এই এলাকাটির এলাকা পরিচালক পদে আগামি ৫ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্ধারিত ভোট কেন্দ্র আমদহ ইউনিয়নের রাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন। ভোট কেন্দ্রটি নির্বাচনী এলাকার উত্তরপ্রান্তে। এতে সব এলাকার ভোটারদের পক্ষে ভোট প্রদান করতে আসা অসম্ভব হয়ে পড়ে। ফলে অল্প সংখ্যক ভোটারের ভোট প্রদানের মাধ্যকে একজন বিশেষ ব্যক্তি নির্বাচিত হন। তার সুবিধার্থেই ভোট কেন্দ্রটি একটি প্রান্তে স্থাপন করেছে পল্লী বিদ্যুত কর্তৃপক্ষ। তাই এবারের নির্বাচনের আগেই ওই তিনটি ইউনিয়নের মধ্যবর্তী স্থান নুরুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ আশেপাশের কোন স্থানে ভোট কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন গ্রাহক ভোটাররা। সংবাদ সম্মেলনে নির্বাচনী এলাকার বেশ কয়েকজন ভোটার উপস্থিত ছিলেন। এসময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।