বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন

By মেহেরপুর নিউজ

September 30, 2024

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীগণকে হয়রানি করার প্রতিবাদে এবং গ্রাহকপ্রান্তে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীতি পরিহারপূর্বক আর,ই,বি – পি বি এস একীভূতকরণসহ অভিন্ন চাকুরী বিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের চাকুরি নিয়মিত করণের দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে শতভাগ গ্রাহক সেবা চালু রেখে সারা দেশে একযোগে শান্তিপূর্ণ মিটার রিডার কাম ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক) চাকুরী দাবিতে মানববন্ধন ও স্মারকলি বি প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলি বি প্রদান করা হয়। মেহেরপুর পল্লী বিদ্যুৎ ডিজিএম কারিগরী শ্যামল মল্লিক, এজিএম সদস্য সেবা মোঃ ফরহাদ হোসেন, জেনারেল অফিস জুনিয়ার ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমান, লাইন টেকনিশিয়াল মোঃ রাহাজুল ইসলাম, লাইনম্যান গ্রেট ২ মোঃ রাজিব আহমেদ মিটার রিডার ম্যাসেঞ্জার মোঃ সাজন মোল্লা প্রমুখ মানববন্ধনে উপস্থিত ছিলেন।