স্বাস্থ্য

মেহেরপুর নিউজে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগের ভুল স্বীকার পত্র

By মেহেরপুর নিউজ

December 03, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ ডিসেম্বর:

এইডস দিবসের র‌্যালীতে স্বাক্ষরতা দিবসের প্ল্যাকার্ড ।। অবহেলা নাকি তোয়াক্কা না করা?”  শীর্ষক সংবাদ প্রকাশ হওয়ায় ভুল স্বীকার করে চিঠি পাঠিয়েছেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: মিজানুর রহমান স্বাক্ষরিত এক পত্রে জানান, মেহেরপুর নিউজ.কম সহ বিভিণ্ন পত্রিকায় প্রকাশিত সংবাদটি তাদের দৃষ্টিগোচর হয়েছে। তিনি জানান, অনিচ্ছাকৃত ভুলবশত: র‌্যালীতে স্বাক্ষরতা দিবসের প্লাকার্ড ঢুকে পড়েছে। অতিরিক্ত কুয়াশার কারনে স্বাস্থ্য বিভাগ ও সেভ দ্য চিলড্রেন কতৃপক্ষের দৃষ্টিগোচর না হলেও সাংবাদিকদের ক্যামেরায় তা ধরা পড়ে।  যেহেতু বিষয়টি ভুলবশত ঘটে গিয়েছে এবং সেভ দ্য চিলড্রেন কতৃপক্ষ অনিচ্ছাকৃত ভুল ছিলো বলে তাৎক্ষনিক স্বাস্থ্য বিভাগের কাছে দু:খ প্রকাশ করেছেন বলে তিনি পত্রে জানান। ভুল স্বীকার করে পত্রটি সরকারীভাবে দেয়া হলেও সেখানে স্বাক্ষরিত কর্মকর্তার কোনো সিল ব্যবহার করা হয়নি। সে কারনে এই ভুল স্বীকারটি প্রকাশ করায় মেহেরপুর নিউজ দ্বিধাদ্বন্দে ছিলো।

মেহেরপুর নিউজের বক্তব্য: ১ ডিসেম্বর আমাদের প্রতিনিধির সংগৃহিত ছবি এবং তথ্যের ভিত্তিতে প্রকাশিত সংবাদের কতৃপক্ষের বক্তব্য নেয়া হয়েছিলো। সেখানে স্বাস্থ্য বিভাগ এবং সেভ দ্য চিলড্রেন কতৃপক্ষ এইডস দিবসে স্বাক্ষরতার প্ল্যাকার্ড প্রদর্শণীর বিষয়টি ভুলক্রমে হয়েছে বলে জানান।যা প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে, স্বাস্থ্য বিভাগের এই ভুল স্বীকার করে দেয়া পত্রে নতুন কোনো কিছু উল্লেখ করা হয়নি।