বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর নিউজের সহযোগিতায় পবিত্র মাহে রমজানের ডাক অনুষ্ঠান

By Meherpur News

March 27, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে মেহেরপুর নিউজের সহযোগিতায় পবিত্র মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্হতিবার দুপুরের দিকে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।”ঈদের নামাজে তাকবীর সংখ্যা কত “এ সম্পর্কে আলোচনায় অংশগ্রহণ করেন ইন্তাহুল উম্মাহ মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুল্লাহ আল মামুন মেহেরপুরী। অনুষ্ঠানে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ তামিম। এতে গজল পরিবেশন করেন মোহাম্মদ আবু তালেব।