মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে মেহেরপুর নিউজের সহযোগিতায় পবিত্র মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরের দিকে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। “সদকাতুল ফিতরের গুরুত্ব ও ফজিলত এবং কখন ওয়াজিব হয়”এ সম্পর্কে আলোচনা করা হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পিয়াদা পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব, হিজুলী দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা অধ্যক্ষ এবং মেহেরপুর জেলা দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মুফতি নূরুল ইসলাম মেহেরপুরী।অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ আব্দুল্লাহ ।গজল পরিবেশন করেন মোঃ আসিফ খান।