মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে মেহেরপুর নিউজের সহযোগিতায় পবিত্র মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুফরের দিকে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় “শবে কদরের আমল কি? শবে কদর কবে এবং কখন “। এ সম্পর্কে আলোচনা করা হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দোলতদিয়া ফজলুল উলুম বহুমুখী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি দেলওয়ার হুসাইন ।অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ জাহির হোসেন।গজল পরিবেশন করেন মোঃ হুজায়ফা।