বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর নিউজের সহযোগিতায় পবিত্র মাহে রমজানের ডাক অনুষ্ঠান

By Meherpur News

March 19, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগ মেহেরপুর নিউজের সহযোগিতায় পবিত্র মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরের দিকে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় “এতেকাফের গুরুত্ব, ফজিলত। এতেকাফ না করলে কি ক্ষতি। টাকার বিনিময়ে এতেকাফ কতদিন “। এ সম্পর্কে আলোচনা করা হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ক্বওমী মাদরাসার সুপার মুফতি তরিকুল ইসলাম মেহেরপুরী ।অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আবু হুরায়রা। গজল পরিবেশন করেন নাজমুল হুদা।