মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগ মেহেরপুর নিউজের সহযোগিতায় পবিত্র মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরের দিকে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় “যাকাতের নেছাব কত ? যাকাত আদায় করার লাভ বা উপকারিতা,এবং যাকাত আদায় না করার ক্ষতি ” সম্পর্কে আলোচনা করা হয়।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর হযরত আবু বকর সিদ্দীক রাঃ ইসলামিয়া মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচাক মুফতি সামিউল ইসলাম মেহেরপুরী।অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন লিমন আহম্মদ। এতে গজল পরিবেশন করেন রাব্বি হাসান ।