বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর নিউজের সহযোগিতায় পবিত্র মাহে রমজানের ডাক অনুষ্ঠান-৭ পর্ব

By মেহেরপুর নিউজ

March 08, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগ মেহেরপুর নিউজের সহযোগিতায় পবিত্র মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরের দিকে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় “ইফতারের গুরুত্ব ও ফজিলত এবং সময়” সম্পর্কে আলোচনা করা হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মিনারুল ইসলাম।

সারা দিন রোজা রাখার পর রোজাদারের জন্য ইফতারের মুহূর্তটা পরম আনন্দের। আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত হাদিসে নবী কারিম (সা.) বলেছেন, ‘রোজাদারের জন্য দুটি আনন্দ। একটি আনন্দ হচ্ছে যখন সে ইফতার করে। আরেকটি হচ্ছে যখন সে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে।’ (তিরমিজি, হাদিস : ৭৬৬)

আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘যতদিন লোকেরা দ্রুত ইফতার করবে, ততদিন দ্বীন স্পষ্ট ও বিজয়ী থাকবে, কেননা ইহুদি ও খ্রিস্টানরা বিলম্বে ইফতারি করে।’ (আবু দাউদ, হাদিস : ২৩৫০)। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ আব্দুল্লাহ। এতে গজল পরিবেশন করেন বক্তিয়ার গালিব।