মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগ মেহেরপুর নিউজের সহযোগিতায় পবিত্র মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ” সেহরি খাওয়ার গুরুত্ব ও ফজিলত ” বিষয়ে আলোচনা করা হয়।
সেহরি খাওয়া সুন্নত। সেহরিতে রয়েছে বরকত ও কল্যাণ। ইয়াহুদি-খ্রিস্টানরাও রোজা পালন করতো কিন্তু তারা ভোররাতে সেহরি গ্রহণ করতো না। তাই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভোররাতে সেহরি খাওয়ার বিশেষ তাগিদ দিয়েছেন। এতে আলোচনা করেন মেহেরপুর জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতী সাদিকুর রহমান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ শামীম রেজা।