মেহেরপুর নিউজ,১৬ সেপ্টেম্বর:
শুক্রবার সকাল ১০টা। ছায়া-রোদের মাঝামাঝি ভ্যাপসা গরম উপেক্ষা করে একে একে মেহেরপুর প্রেসক্লাবে জড়ো হতে থাকেন মেহেরপুরের বিভিন্ন শ্রেণীর পেশার প্রতিনিধিরা। এর মধ্যে ছিলেন রাজনৈতিক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, সুশিল সমাজের প্রতিনিধি সহ নানা শ্রেণীর প্রতিনিধিগণ। পরে প্রেসক্লাব মিলনায়তনে জমকালো আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে মেহেরপুর নিউজ’র অ্যাপ উদ্বোধন করা হয়।
আলোচনায় বক্তারা মেহেরপুর নিউজের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন। তারা বলেন, মেহেরপুর নিউজ বস্তুনিষ্ঠ সংবাদের মধ্যে দিয়ে মেহেরপুর নিউজ সারাবিশ্বে অবস্থানকারী মেহেরপুর বাসীর মনে স্থান করে নিয়েছেন। মেহেরপুর নিউজ পরিবার তার স্বপ্ন নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে এ প্রত্যাশা করেন। অ্যাপ নিয়ে বক্তরা বলেন, মেহেরপুর নিউজ প্রতিষ্ঠালগ্ম থেকে স্বতন্ত্র বৈশিষ্ঠ্য নিয়ে পাঠকদের কাছে হাজির হচ্ছে। তারা এ ধারাবাহিকতা অক্ষুন্ন থাকবে এ প্রত্যাশা করেন বক্তারা।
মেহেরপুর নিউজ’র সম্পাদক ও মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পলাশ খন্দকারের সভাপতিত্বে অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক এম এ এস ইমন, নাট্য ব্যাক্তিত্ব আসলাম শিহির, মেহেরপুর পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযীম, মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্য, সভাপতি রশিদ হাসান খান আলো। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেহেরপুর নিউজ’র বার্তা সম্পাদক ইয়াদুল মোমিন। অ্যাপ নিয়ে বক্তব্য দেন অ্যাপ” ডেভোলপার হ্যালো ৭১.কম টেকনোলজীস’র সিইও সাদ্দাম হোসেন শাহীন। মেহেরপুর নিউজের প্রধান প্রতিবেদক মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটু, ঢাকা ট্রিবিউনের মেহেরপুর প্রতিনিধি ও মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের মেহেরপ্র প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আলামিন হোসেন, মেহেরপুর সদর থানার এস আই মেহেদী হাসান,দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার হাসনাত শাহিন,অরণী থিয়েটারের সভাপতি নিশান সাবের, ইত্তেফাকের মেহেরপুর প্রতিনিধি আবু লায়েছ লাবলু, মেহেরপুর নিউজ২৪ এর স্টাফ রিপোর্টার রাহিনুর জামান পলেন প্রমুখ।
এখন থেকে গুগল প্লে ষ্টোরে মেহেরপুর নিউজ” অ্যাপটি ডাউনলোড করে এক ক্লিকে মেহেরপুর নিউজ পড়ার সুবিধাভোগ করতে পারবেন।