মাহবুবুল হক পোলেন, মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ জানুয়ারী: লিভার ব্রাদাস সহ বিভিন্ন কোম্পানির নকল প্রসাধনী বিক্রয়ের সময় আব্দুল আলিম নামে এক ব্যক্তিকে আটক করেছে মেহেরপুর পরিবেশক ব্যবসায়িরা । আটক আব্দুল আলীম ঝিনাইদহের সাকিল স্টোরের ব্যবসায়ী আব্দুল গফুরের ছেলে । আজ মঙ্গলবার দুপুর ২ টার দিকে মেহেরপুর শহরে ঝিনাইদহের সাকিল স্টোরের আব্দুল গফুরের ছেলে আব্দুল আলিম লিভার ব্রাদাস,ডাবর,পন্না ট্রেডার্স,লুচি অলিভওয়েল,জিলেট সহ বিভিন্ন কোম্পানির নকল পণ্য নিয়ে বাজার জাত করার সময় মেহেরপুর পরিবেশক সমিতির সদস্যরা তাকে ধরে শহরের কালাম মাকের্টের এআর মাকেটিংএ নিয়ে এসে আটক করে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে এটি এসআই জাকারিয়ার নেতৃত্বে একদল পুলিশ নকল পণ্য সহ আব্দুল আলিমকে আটক করে। কেয়া স্টোরের মালিক ও পরিবেশক আজিজুল বলেন, ঝিনাইদাহর সাকিল স্টোরের আব্দুল গফুর বিভিন্ন কোম্পানির নকল পন্য নিয়ে এসে মেহেরপুরের বিভিন্ন দোকানে বাজার জাত করে পরিবেশক ও কোম্পানিকে ক্ষতিগ্রস্থ করছে। মেহেরপুর পরিবেবশক ব্যবসায়ি ও সাবেক ছাত্রলিগ নেতা মফিজুর বলেন, এসকল পণ্য গুলি নকল নয় ।এগুলি ঝিনাইদাহ থেকে নিয়ে এসে বাজার জাত করছে। আমরা ঝিনাইদাহ মূল মালিককে খবর দিয়েছি তিনি আসলে সিদ্ধান্ত গ্রহন করা হবে। এ দিকে কয়েক জন পরিবেশক ব্যবসায়ি অভিযোগ করেছেন , সাবেক ছাত্র নেতা মফিজুর বিষয়টিকে ভিন্ন খাতে প্রভাবিত করতে আটক আব্দুল আলিম সহ নকল পণ্য গুলি থানায় না নিয়ে মেহেরপুর পুলিশ ফাড়িতে নেবার জন্য চাপ প্রয়োগ করছেন। বিকালেনকল পন্যসহ আটক আব্দুল আলিমকে পুলিশের হাতে তুলে দেয়া
হয়েছে।