মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ জুলাই: ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়ন এবং জনগণের দোরগোড়ায় ই সেবা পৌছানো নিশ্চিত কল্পে মন্ত্রি পরিষদ বিভাগের আতিরিক্ত সচিব এস এম জিয়াউল আলমের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেহেরপুর জেলা প্রশাসনের মত বিনিময় অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে জেলা উপজেলা ও ইউনিয়ন ওয়েব পোর্টাল হালনগাদ করন এবং নেস (ই – ফাইলিং) বাস্তবায়ন বিষয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক মাহমুদ হোসেন, আতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, সিভিল সার্জন ডাঃ ইসমাইল ফারুক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আঃ সালাম গণ পূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মাসুদুল হাসান মালিক, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক আবুবক্কর সিদ্দিক, সদর উপজেলার নির্বাহী অফিসার নাজনিন সুলতানা,জেলা তথ্য অফিসার এস এম রাহাত হাসনাত প্রমুখ ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন।