মেহেরপুর নিউজ, ২০ ডিসেম্বর:
আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান সহ নানা আয়োজনের মধ্যদিয়ে মেহেরপুর থিয়েটারের ২১তম বার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর থিয়েটারের সভাপতি প্রফেসর হাসানুরজ্জামান মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আতাউল গনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাজজ কোর্টের পিপি পল্লব ভট্রাচার্য, মেহেরপুর সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহম্মেদ, জেলা শিল্পকলা একাডেমীর সহ সভাপতি মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা কেএম ফজলুল করীম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর থিয়েটারের সাধারন সম্পাদক সাইদুর রহমান, আব্দুল ওয়াদুদ, আলী রেজা, সুলতানা রাজিয়া টনি প্রমুখ। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: আতাউল গনি, আব্দুল ওয়াদুদ ও সুলতানা রাজিয়া টনিকে সম্মননা প্রদান করা হয়।
এর আগে ২১টি মোমবাতি জ্বালিয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।