মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২০ ডিসেম্বর:
মেহেরপুর থিয়েটারের ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচীর মাধ্যমে পালন করা হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে মেহেরপুর থিয়েটার প্রাঙ্গনে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন জাতীয় পতাকা এবং মেহেরপুর থিয়েটারের সভাপতি হাসানুজ্জামান মালেক সংগঠনের পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন শেষে কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। পরে সংসদ সদস্য ফরহাদ হোসেনের নেতৃত্বে সেখান থেকে একটি র্যালী শুরু হয়ে বাদ্যের তালে তালে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালীতে জেলা প্রশাসক মাহমুদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, সংগঠনের সভাপতি হাসানুজ্জামান মালেক, সম্পাদক সাইদুর রহমান সহ থিয়েটারের সদস্য অংশ গ্রহন করেন। র্যালী শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাসানুজ্জামান মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য ফরহাদ হোসেন, জেলা প্রশাসক মাহমুদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, পিপি অ্যাড, পল্লব ভট্টাচার্য, সংগঠনের সভাপতি হাসানুজ্জামান মালেক, সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।