বিনোদন

মেহেরপুর থিয়েটারের নাটক “স্বাধীনতা ও গনতন্ত্রের পাঁচালী” মঞ্চায়ন

By মেহেরপুর নিউজ

December 20, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ ডিসেম্বর: মেহেরপুর থিয়েটারের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক “স্বাধীনতা ও গনতন্ত্রের পাঁচালী” মঞ্চায়ন করা হয়।

শনিবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মেহেরপুর থিয়েটারের সাধারন সম্পাদক সাইদুর রহমানের নির্দেশনায় নাটক “স্বাধীনতা ও গনতন্ত্রের পাঁচালী’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আলী রেজা বিছু, বজলুর রশিদ, আব্দুল মান্নান বাঁশি, আব্দুল ওয়াদুদ, সোমা, শুকুর আলী, আনারুল ইসলাম, আব্দুস সামাদ, আশরাফুল ইসলাম, মোতালেব হোসেন, দিশা প্রমুখ। এর আগে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে তানিয়া আলী, ফৌজিয়া আফরোজ তুলি, আশরাফ মাহমুদ, কাকলী আক্তার, সাব্বির হোসেন সোহাগ, হৃদিতা, মায়াবি প্রমুখ। এর এক আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন থিয়েটারের সাধারন সম্পাদক সাইদুর রহমান।