মেহেরপুর নিউজ:
এই করোনা কালীন সময়ে মানুষ যখন দিশেহারা গৃহ বন্দী হয়ে পরেছে ঠিক সেই সময় মানুষকে কিছুটা বিনোদন দেওয়ার ইচ্ছায় সংস্কৃতিকে বুকে ধারন করে রাখার প্রয়াসে মেহেরপুর থিয়েটার মঙ্গলবার বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সঙ্গীতশিল্পী ও মেহেরপুর থিয়েটারের সদস্য এম সাইদুর রহমানের নেতৃত্বে বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন শিল্পী আমির আলী, জুলফিকার আলী, মোঃ ইউছুফ, জিয়াউর রহমান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমজাদ হোসেন। মেহেরপুর নিউজ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের মাধ্যমে হাজার হাজার দর্শক অনুষ্ঠান অনলাইনে উপভোগ করেন।