ধর্ম

মেহেরপুর তিন দিন ব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু বুধবার

By মেহেরপুর নিউজ

February 23, 2016

মেহেরপুর নিউজ,২৩ ফেব্রুয়ারি: মেহেরপুর সরকারি কলেজ মাঠে বুধবার থেকে তিনদিন ব্যাপী আঞ্চলিক ইজতেমা শরু হচ্ছে। ইজতেমায় ৩০ হাজার মুসল্লী জমায়েত হবে বলে আশা করেন ইজতেমা পরিচালনা কমিটি। বুধবার আসরের নামাযের পর আম বয়ানের মধ্য দিয়ে আঞ্চলিক ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে। শুক্রবার আখেরি মোনাজাত হয়ে শেষ হবে। ইজতেমা আয়োজনে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে মুসল্লীরা স্বেচ্ছাশ্রমে ইজতেমার মাঠ, মূল মঞ্চ, ওজুর স্থান ও পাবলিক টয়লেটের কাজ তৈরির কাজ সম্পন্ন করেছেন। এদিকে, জেলা পুলিশের পক্ষ থেকে ইজতেমাকে কেন্দ্র করে মাঠ ও আশপাশের এলাকায় তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইজতেমা পরিচালনা কমিটির প্যান্ডেল জিম্মাদার হামিদুর রশিদ কচি বলেন, ইজতেমার সকল প্রস্তুতি সম্মন্ন করা হয়েছে। ৩০ হাজার মুসল্লীর জমায়েত হবে বলে আশা করেন তিনি। মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম বলেন, এই প্রথম মেহেরপুরে আঞ্চলিক ইজতেমা হচ্ছে ।  মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে ইজতেমা মাঠ ও আশপাশের এলাকায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।  পুলিশ টহলের পাশাপাশি থাকবে র‌্যাব। এছাড়া সাদা পোশাকেও পুলিশ থাকবে বলে তিনি জানান।