সর্বশেষ
সাইদ হোসেন,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ ফেব্রুয়ারী: মেহেরপুর তহবাজার ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নিবার্চনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। বেসরকারি ফলাফলে আবু হানিফ(টেলিভিশন) ২৪৭ ভোট পেয়ে পুন:বার সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি সাজ্জাদুল আনাম(চেয়ার) ১৫৫ ভোট,আবু ইউসুফ মিরন(বাই সাইকেল) ১৫২ ভোট এবং আবুস সোবাহান (আনারস) ৪৯ ভোট পেয়েছেন। সাধারন সম্পাদক পদে আব্দুস সামাদ(ছাতা) ৩৭১ ভোট পেয়ে পুন:বার নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি সাজেদুল ইসলাম মনি(মাছ) ২০১ ভোট পেয়েছেন। ক্যাশিয়ার পদে আব্দুল মতিন(হাতি) ২৭৯ ভোট পেয়ে পুন:বার নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ফয়সাল আনোয়ার লালু(মই) ২৬৮ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে নজরুল ইসলাম ফুলু (প্রজাপতি) ২৯১ ভোট,যুগ্ন সম্পাদক পদে মিজানুর রহমান (গাভী) ২৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী দয়াল রানা (ডাব) ২৪২ ভোট পেয়েছেন। নির্বাহী সদস্য পদে এলকাদ আলী (আম) ৩৯৭ ভোট,শহিদুল ইসলাম (জগ) ৪৩৮ ভোট,আহাম্মদ আলী (মিনার) ৩৭২ ভোট,সুশান্ত হালদার (কবুতর) ৪২৩ ভোট এবং আব্দুর রহিম( দেয়াল ঘড়ি) ৪১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে একমাত্র প্রার্থী মোহাম্মদ আলী(হাতপাখা) ৩৬৩ ভোট পেয়ে পরাজীত হয়েছেন।
এছাড়াও বিনা প্রতিদ্বন্দীতায় জয়লাভ করেছে ৩ প্রার্থী। তারা হলেন, সিনিয়র সহসভাপতি পদে (হরিন) প্রতিক নিয়ে মো: ফয়েজ উদ্দীন,সিনিয়র যুগ্ন সম্পাদক পদে( চাকা) প্রতিক নিয়ে আলাল মালিথা এবং দপ্তর সম্পাদক পদে(গোলাপ ফুল) প্রতিক নিয়ে সামসুজ্জামান। ৬৪২টি ভোটের মধ্যে ৬১০টি পোল হয়েছে। শতকরা হিসাবে ৯৫% ভোট পোল হয়েছে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন মেহেরপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক বিশিষ্ট চিন্তাবিদ ও কলামিষ্ট আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছে ১২ জন। উল্লেখ্য,নির্বাচনে ১৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দিতা করেন ২১ জন প্রার্থী।